As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5619

ঈদ কুরবানী

প্রকাশকাল: 18 Jun 2021

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমরা ঈদের আগে সাধারণত বাসার কাজের বুয়া, বাবুর্চি, দাড়োয়ানকে বকশিস দিয়ে থাকি। আমি জানতে চাচ্ছিলাম এই বকশিস দেয়ার সময় যদি ফিতরার নিয়ত করে দেয়া হয়, তাহলে কি ফিতরা আদায় হবে? ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাসার কর্মচারীদেরকে ঈদ উপলক্ষে বকশিস দেওয়া বাসার মালিকের কর্তব্য। সেটা সাধারণ টাকা দিয়ে দেওয়া উচিত। তারা ফিতরার উপযুক্ত হলে ফিতরা আলাদা করে দিবে। তবে বখশিশ দেওয়ার সময় ফিতরার নিয়ত করলেও ফিতরা আদায় হয়ে যাবে যদি তারা ফিতরা নেওয়ার হকদার হয়ে থাকে।