As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5614

হালাল হারাম

প্রকাশকাল: 13 Jun 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ। আমাকে যদি কেউ কোনো পরিধানের কিছু অথবা খাদ্য দেয়, আর তা হারাম নাকি হালাল টাকার তা আমি যানি না। তাহলে আমি সেই জিনিস পরিধান করে অথবা খাদ্য খেয়ে ইবাদত করলে তাকি আল্লাহর কাছে কবুল হবার যোগ্য? দয়া করে উত্তর জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি আপনি হারাম টাকার হওয়ার বিষয়ে নিশ্চিত না হন, তাহলে সেগুলো গ্রহন করতে পারবেন। হারাম টাকার বিষয়ে নিশ্চিত হলেই কেবল এসব গ্রহন থেকে বিরত থাকবেন।