As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5613

লেনদেন

প্রকাশকাল: 12 Jun 2021

প্রশ্ন

আমার কাছে সোনা আছে যার জাকাত আসে। একই সাথে কিছু সঞ্চয় আসে ব্যাঙ্ক এ । সব কিছুর উপর আমার জাকাত হয়। কিন্তু আবার আমর একটা জমির লোন আছে। যদিও জমি আমার পুরো আধিকার এ নাই। লোন শেষ হইলে জমি আমার নামে এ হবে। এমন অবস্থায় অমর জাকাত কীভাবে হিসাব হবে? লোন এর টাকা কি জাকাত এর জন্য টোটাল সম্পদ থেকে বিয়োগ হবে? জানালে উপকৃত হব।

উত্তর

যদি জমির উপর ব্যাংক থেকে লোন বা ঋন নিয়ে থাকেন তাহলে সেই লোনের কোন টাকা যাকাত এর সম্পদ থেকে বিয়োগ হবে না। এমন ব্যাংক লোন ঋন হিসেবে গণ্য নয়, সুতরাং স্বর্ণসহ যাকাতযোগ্য যত সম্পদ আছে সব সম্পদের যাকাত দিতে হবে।