প্রিয় শায়েখ দয়া করে আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন। । অনেকে উরসের নাম করে চাল-টাকা উঠানোর জন্যে আসে সাহায্যের জন্য। যদি বলি ওরসের জন্যে সাহায্য করিনা তাহলে অনেক সময় মন খারাপ করে বা মনে মনে বদ দোয়া করে তাদের মুখভঙ্গি দেখে বোঝা যায়। প্রশ্ন হোলো, তাদের সাহায্য না করলে আল্লাহ কি নারাজ হবে আর তারা যদি বদ দোয়া করে আল্লাহ কি তা কবুল করবেন। (বি দ্রঃ কিছু দিন আগে আমাদের গ্রামে জলসার নাম করে চাল নিয়ে গিয়ে এক পির ভক্ত লোক দিয়ে ওয়াজ করে যেখানে অনেক ঈমান ধ্বংসের মতো কথা বলে, এছাড়া আমি যানি ওরসে অনেক ইসলাম বহির্ভূত কাজ হয়।