আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5589

বিবিধ

প্রকাশকাল: 19 মে 2021

প্রশ্ন

প্রিয় শায়েখ দয়া করে আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন। । অনেকে উরসের নাম করে চাল-টাকা উঠানোর জন্যে আসে সাহায্যের জন্য। যদি বলি ওরসের জন্যে সাহায্য করিনা তাহলে অনেক সময় মন খারাপ করে বা মনে মনে বদ দোয়া করে তাদের মুখভঙ্গি দেখে বোঝা যায়। প্রশ্ন হোলো, তাদের সাহায্য না করলে আল্লাহ কি নারাজ হবে আর তারা যদি বদ দোয়া করে আল্লাহ কি তা কবুল করবেন। (বি দ্রঃ কিছু দিন আগে আমাদের গ্রামে জলসার নাম করে চাল নিয়ে গিয়ে এক পির ভক্ত লোক দিয়ে ওয়াজ করে যেখানে অনেক ঈমান ধ্বংসের মতো কথা বলে, এছাড়া আমি যানি ওরসে অনেক ইসলাম বহির্ভূত কাজ হয়।

উত্তর

ইসলাম ও সমাজ বিরোধী কথা কাজ হয় এমন অনুষ্ঠানে কোন সাহায্য করা যাবে না। করলে গুনাহ হবে। সুতরাং উরসের নামে যদি ইসলাম বিরোধী কাজ হয় তাহলে সেখানে কোন প্রকার সাহায্য করা যাবে না। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,(ولا تعاونوا على الإثم والعدوان) মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২