As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5580

যাকাত

প্রকাশকাল: 10 May 2021

প্রশ্ন

আমার গতবছর জুলাই থেকে এবছর মার্চ ছুটিতে আসার আগ পর্যন্ত চাকরির সুবাদে প্রতিমাসে ১লাখ+ করে ব্যাংকে জমা হয়। এখন ৮লাখ+ টাকা আছে। আমার যাকাতের বিধান কি হবে? এক বছর কখন পূর্ণ হবে? জুলাই আসলে কি আমার পুরো টাকার যাকাত দিতে হবে নাকি শুধু সেই মাসেরটা দিলেই হবে?

উত্তর

যাকাত দিতে হয় হিজরী ক্যালেন্ডার অনুযায়ী। জুলাই মাসে হিজরী কোন মাস ছিল সেটা দেখবেন। হিজরী বছর অনুযায়ী ১ বছর পূর্ণ হলে আপনি পুরো টাকার যাকাত দিবেন। যদি ১২ লাখ টাকা জমা হয়, তাহলে ১২ টাকার উপরই যাকাত দিতে হবে।