As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5515

নামায

প্রকাশকাল: 6 Mar 2021

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, শায়েখ আমার প্রশ্ন হল, আমাদের পান্জেগানা মসজিদ যেখানে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি জুমা আন্য মসজিদে পড়ি। আমাদের ইমাম একটি ইন্সুরেন্স কম্পানির ক্যাশিয়ার, এখন কথা হচ্ছে তার পিছনে নামাজ পড়লে কি নামাজ বাতিল হয়ে যাবে? না কি আমাদের নামাজ আদায় হয়ে যাবে? দয়া করে উওর দিবেন। জাযাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামায বাতিল হবে না। তবে কর্তৃপক্ষের দায়িত্ব হলো একজন ভাল ইমাম নিয়োগ করা।