As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5514

অর্থনৈতিক

প্রকাশকাল: 5 Mar 2021

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমার বাবা প্রায় 10 বছর আগে আমাদের ছেড়ে অন্যত্র থাকেন। কেন থাকেন তা জানতে পারিনি কখনো। আমার মা গার্মেন্টসের একজন মেনিং অপারেটর বর্তমান 12 হাজারের উপরে স্যালারি পান। আমি তার একমাত্র মেয়ে অর্থনীতিতে অনার্স কমপ্লিট করতেছি। আমার কোনো ভাই বোন নেই। আত্মীয়-স্বজনরা তেমন ব্যয় ভার বহন করার মতো নেই। এমতাবস্থায় আমি কি চাকরি করতে পারব? আমার হাজব্যান্ড একটা বেসরকারি স্কুলে চাকরি করে যা দিয়ে আমাদের কোনভাবে হয়ে যায় কিন্তু আমার মায়ের ব্যয় ভার বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এমত অবস্থায় আমি কি কোন ভাবে চাকুরী করতে পারবো। যেহেতু আমার কোন ভাই নেই বা এমন কেউ দেখার মতো নেই। পারলে কোন কোন স্থানে চাকরি করতে পারব? আমি পর্দা মেনটেন করি এবং আমার হাসবেন্ড পরিপূর্ণ দ্বীনের পথে চলে। এবং আমাদের একটি কন্যাসন্তান রয়েছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার মা যেহেতু চাকুরী করেন, তার যথেষ্ট আয় আছে। সুতরাং আপাতত তার চিন্তা আপনাদের করতে হচ্ছে না। এখন আপনাদের সংসার চালাতে যদি কষ্ট হয়, আর আপনার স্বামী যদি আপনাকে চাকুরী করার অনুমতি দেন তাহলে চাকুরী করতে পারবেন। তবে দেহের পর্দার সাথে হৃদয়ের পর্দাও যেন রক্ষা হয় এমন জায়গাতে চাকুরী নিবেন। পুরুষ-মহিলার মিশ্রন এমন জায়গাতে চাকুরী করবেন না। দ্বিতীয়ত আপনাদের একটা বাচ্চা আছে। আপনার চাকুরীর কারণে তার মানসিক ও দৈহিক বিকাশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ মহিলাদের মূল কাজের অন্যতম হলো সন্তান লালন পালন করা, মহিলারা চাকুরী করলে অধিকাংশ সময় সন্তানের বিকাশে সমস্যা হয়। আর স্ত্রী-সন্তানদের ভরন-পোষণের দায়িত্ব হলো স্বামীর। স্বামীকে সহায়তা করতে সমস্যা নেই, তবে এর কারণে আসল কাজ যেন ব্যহত না হয়।