আসসালামুয়ালাইকুম। আমার বাবা প্রায় 10 বছর আগে আমাদের ছেড়ে অন্যত্র থাকেন। কেন থাকেন তা জানতে পারিনি কখনো। আমার মা গার্মেন্টসের একজন মেনিং অপারেটর বর্তমান 12 হাজারের উপরে স্যালারি পান। আমি তার একমাত্র মেয়ে অর্থনীতিতে অনার্স কমপ্লিট করতেছি। আমার কোনো ভাই বোন নেই। আত্মীয়-স্বজনরা তেমন ব্যয় ভার বহন করার মতো নেই। এমতাবস্থায় আমি কি চাকরি করতে পারব? আমার হাজব্যান্ড একটা বেসরকারি স্কুলে চাকরি করে যা দিয়ে আমাদের কোনভাবে হয়ে যায় কিন্তু আমার মায়ের ব্যয় ভার বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এমত অবস্থায় আমি কি কোন ভাবে চাকুরী করতে পারবো। যেহেতু আমার কোন ভাই নেই বা এমন কেউ দেখার মতো নেই। পারলে কোন কোন স্থানে চাকরি করতে পারব? আমি পর্দা মেনটেন করি এবং আমার হাসবেন্ড পরিপূর্ণ দ্বীনের পথে চলে। এবং আমাদের একটি কন্যাসন্তান রয়েছে।