As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5495

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 Feb 2021

প্রশ্ন

আমাদের নির্মাণাধীন ফ্ল্যাটের অসম্পন্ন কাজ সম্পন্ন করার জন্য আমার ফুফার থেকে নগদ (৫০০,০০০/-)পাঁচ লক্ষ টাকা নিয়েছি। দুই বছর পর এই টাকা লভ্যাংশসহ ফেরত দিতে গেলে ইসলামি শরীআহ মোতাবেক কোন পদ্ধতি অবলম্বন করতে হবে? জানালে উপকৃত হবো।

উত্তর

ইসলামী শরীয়াহ মোতাবেক কোন লভ্যাংশ দেওয়া যাবে না, নেওয়াও যবে না। টাকা ধার করে অতিরিক্ত কিছু দিলে সেটার নামই সুদ। যখন টাকা নিয়েছেন তখন যদি তিনি সরাসরি আপনাকে টাকা না দিয়ে রড সিমেন্ট বা প্রয়োজনীয় জিনিস কিনে আপনার কাছে লাভে বিক্রি করতো তাহলে সেটা জায়েজ ছিল। ধারের টাকার অতিরিক্ত দেওয়া বা নেওয়া যাবে না।