assalamu alikom… হুজুর আমাদের পাড়াতে একটা ছোট্ট মাঠ আছে, বিকেল হলে আমরা ঐখানে ক্রিকেট খেলি, ত খেলাতে আমরা 7UP বাজি রেখে খেলি, এবং খেলার শেষে ঐটা আমরা সবাই মিলে খাই, হুজুর এটা কি জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত? এতে কি গুনাহ হবে?
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5494
হালাল হারাম
প্রকাশকাল: 13 Feb 2021
assalamu alikom… হুজুর আমাদের পাড়াতে একটা ছোট্ট মাঠ আছে, বিকেল হলে আমরা ঐখানে ক্রিকেট খেলি, ত খেলাতে আমরা 7UP বাজি রেখে খেলি, এবং খেলার শেষে ঐটা আমরা সবাই মিলে খাই, হুজুর এটা কি জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত? এতে কি গুনাহ হবে?
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, শুধু একপক্ষ টাকা দিয়ে কিনলে এটা জুয়ার অন্তর্ভূক্ত। আপনারা সবাই মিলে কিনবেন, খেলা শেষে সবাই মিলে খাবেন। তবে চিকিৎসা বিজ্ঞান বলে, এই সব কোমল পানীয় শরীরের জন্য ক্ষতিকর, সুতরাং এমন কিছু খাওয়া ভালো যা দেহের জন্য উপকারী।