As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 549

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 Aug 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুৃম
আমার পিতা কিছু ধান বিক্রি করেছেন এই শর্তে যে, তিনি এখন দাম গ্রহণ করবেন না। যখন প্রয়োজন হবে তখন বাজারে ঐ ধানের যে দাম থাকবে সেই দামে মূল্য গ্রহণ করবেন। মূলতঃ বাড়িতে ধান রাখার জায়গা না থাকায় বাজারের মূল্য বৃদ্ধির সুযোগ গ্রহণ করার জন্য এভাবে বিক্রি করেছেন। এটি জায়েজ হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এই শর্তে ধান বিক্রি করা যাবে না। বরং ধানের দাম নির্দিষ্ট করতে হবে। এভাবে বিক্রি ঝপড়া ফাসাদের একটা কারণ। ইসলাম সব ধরণের ঝগড়া ফাসাদকে নির্মূল করতে চাই।