As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 550

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 Aug 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমি গ্রাফিক ডিজাইনার । আমার অনেক সময় ওয়েব সাইট বেনার ও বিভিন্ন দরনের ছবি, লোগো তৈরি করতেয হয় buyer এর জন্য। এই বেনার গুলতে অনেক সময় মেয়েদের বিভিন্ন দরনের ছবি দিতে হয়। আবার অনেক সময় গ্রাফিক এর প্রইজনিও কিছু খুজতে নেট আ গেলে খারাফ কিছু চোখ এ পরে যাই। অনেক সময় হারাম জিনিশ এর add বানাতে হই ঝেমন মদের দখানের লোগো, শুকরের দখানের লোগো, বেনের ইত্যাদি। এখন আমি ছাই হালাল ভাবে উপারজন করতে। এগুলা করা কি হারাম হবে? বা আমি কি ভাবে আমার পেশা চালাতে পারি? এবং করনীয় কি। ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মূমিনের জন্য এই ধরনের কাজ করা জায়েজ নয়। এই কাজের মাধ্যমে মানুষকে গুনাহের কাজে উৎসাহিত করা হয়। আর কুরআনে গুনাহের কাজে উৎসাহিত করতে নিষেধ করা হয়েছে। আপনি কোন হালাল পেশায় আত্ননিয়োগ করুন।