As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5470

কুরআন

প্রকাশকাল: 20 Jan 2021

প্রশ্ন

আমি কোরআন শরীফ আরবি তে পড়তে পারিনা? তাহলে কি বাংলায় কোরআন শরীফ পড়তে পারবো?

উত্তর

কুরআন শরীফ বাংলাতে পড়া যায় না, আরবীতেই পড়তে হয়। আরবী আর বাংলা উচ্চারণের মাঝে অনেক ব্যবধান। কিছুতেই বাংলা হরফে কুরআন পড়া যাবে না। আরবী শেখা খুবই সহজ। একজন শিক্ষকের কাছে নিয়মিত কিছু দিন শিখতে থাকুন, আরবী শিখে কুরআন পড়বেন। একজন মুসলিমের জন্য কুরআন শিক্ষা খুবই প্রয়োজনীয়।