As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5469

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 Jan 2021

প্রশ্ন

কোনো বিবাহ উপযুক্ত ছেলের কাছে বিবাহের মৌলিক জিনিস যেমন: আলাদা ঘর, মোহরানা ইত্যাদি প্রয়োজনীয় জিনিসের টাকা আছে। উক্ত টাকা যাকাতের নেছাব পরিমাণ। তাহলে সে উক্ত টাকা বিবাহের জন্য রেখে দিবে না কুরবানী ও যাকাত তার জন্য ওয়াজিব হবে? বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর

যে উদ্দেশ্যেই টাকা জমা রাখুক না কেন সে কুরবানী দিবে ও যাকাত তার উপর ফরজ হবে। কুরআনীর দিনগুলোতে নিসাব পরিমাণ টাকা থাকলে সে কুরবানী দিবে। নিসাব পরিমাণ টাকার উপর এক বছর পার হলে যাকাত দেয়া তার জন্য আবশ্যক। যাকাত দেয়ার সময় যত টাকা থাকবে ততো টাকার যাকাত দিতে হবে।