As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5437

লেনদেন

প্রকাশকাল: 18 Dec 2020

প্রশ্ন

আমি গার্মেন্টসে মার্চেন্ডাইজিং এ চাকরি করি, আমার প্রশ্ন হচ্ছে আমার একটা ফিক্সড স্যালারি আছে, তবে সাপ্লাইয়ের কাছ থেকে কিছু কিনতে অনেক সময় কিছু কমিশন প্রস্তাব করে। আচ্ছা আমি আপনাকে আরো বুঝিয়ে বলতেছি…. ধরেন ১০০ জিপারের দাম মার্কেটে আছে ২০ টাকা, আমার কোম্পানির দামও ২০ টাকা ধরা হয়েছে, আমি এটা একটা সাপ্লায়ারের কাছ থেকে নিলাম ১৮ টাকায় এবং সে আমাকে প্রতি পিচের জন্যে ৫০ পয়সা দিতে চাচ্ছে, আমি কি এটা নিতে পারবো? নিলে কি হারাম হবে? বা কেন হারাম বা হালাল হবে। উত্তরের অপেক্ষায় রইলাম। আল্লাহ তায়ালা আপনার মঙ্গল করুন। আমিন

উত্তর

আপনি কোম্পানীতে চাকুরী করেন, ব্যবসা করেন না। এই চাকুরীর সুযোগ নিয়ে এভাবে ব্যবসা করতে পারবেন না, এটা ঘুষ হিসেবে গণ্য হবে। দু টাকা কম নিলে সেটা কোম্পানীর লাভ হবে, আপনি কোন লাভ পাবেন না। কোম্পানী আপনাকে কর্মী হিসেবে নিয়োগ দিয়েছেন, আপনার সাথে ব্যবসা করবে, এই চুক্তি কোম্পানী করে নি। আপনি যদি এভাবে কোম্পানীর সাথে ব্যবসা করতে চান তাহলে চাকুরী ছেড়ে ব্যবসা করুন।কারণ এটা চাকুরীর শর্তের পরিপন্থি। কোন কোম্পানী তার কর্মীদের এভাবে ব্যবসার অনুমতি দিবে না।