As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5436

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 Dec 2020

প্রশ্ন

আমি নগদ একাউন্টে কিছু টাকা রাখতে চাচ্ছি, যেখানে আমাকে মাসিক কিছু সুদ দিবে। আমার উদ্দেশ্য এই টাকা বিনা সওয়াবের নিয়তে দান করে দেওয়া। যাতে দরিদ্ররা উপকৃত হতে পারে। এখন আমি কি এইখাতে টাকা রাখবো নাকি সুদমুক্তভাবে রাখবো। আর যদি ব্যাংকে টাকা রাখি এই উদ্দেশ্যে যে বছর শেষে এই টাকা দরিদ্রদের দান করবো বিনা সওয়াবের নিয়তে। নাকি সুদমুক্তভাবে রাখবো।

উত্তর

না, দরিদ্রদেরকে সুদের টাকা দেওয়ার দরকার নেই। হালাল টাকা দরিদ্রদেরকে দিবেন। বিনা প্রয়োজনে সুদ নেওয়ারও দরকার নেই, নিয়ে দান করারও দরকার নেই।