As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5432

যিকির দুআ আমল

প্রকাশকাল: 13 Dec 2020

প্রশ্ন

আমি জাহাঙ্গীর স্যারের বই থেকে জানতে পেরেছি যে নামাজে সালাম ফেরানোর পরে সমবেত ভাবে মোনাজাত করা যাবে না। আমার প্রশ্ন হলো আল্লাহ কুরআনের মধ্যে যে দুয়া গুলো শিখিয়েছেন এই দুয়া গলো কখন করতে হবে। এবং সালাতের মধ্যে করা যাবে কিনা?

উত্তর

নামাযে শেষ বৈঠকে দুআ মাসূরার সময় কুরআনের এই দুআ করতে পারবেন। নামাযের সাজাদাতেও এই দুআগুরো পড়তে পারেন। নামাযের শেষে হাদীসের নির্দেশনা অনুযায়ী দুআ ও যিকির পাঠ করবেন।