আমি জাহাঙ্গীর স্যারের বই থেকে জানতে পেরেছি যে নামাজে সালাম ফেরানোর পরে সমবেত ভাবে মোনাজাত করা যাবে না। আমার প্রশ্ন হলো আল্লাহ কুরআনের মধ্যে যে দুয়া গুলো শিখিয়েছেন এই দুয়া গলো কখন করতে হবে। এবং সালাতের মধ্যে করা যাবে কিনা?
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5432
যিকির দুআ আমল
প্রকাশকাল: 13 ডিসে. 2020
আমি জাহাঙ্গীর স্যারের বই থেকে জানতে পেরেছি যে নামাজে সালাম ফেরানোর পরে সমবেত ভাবে মোনাজাত করা যাবে না। আমার প্রশ্ন হলো আল্লাহ কুরআনের মধ্যে যে দুয়া গুলো শিখিয়েছেন এই দুয়া গলো কখন করতে হবে। এবং সালাতের মধ্যে করা যাবে কিনা?
নামাযে শেষ বৈঠকে দুআ মাসূরার সময় কুরআনের এই দুআ করতে পারবেন। নামাযের সাজাদাতেও এই দুআগুরো পড়তে পারেন। নামাযের শেষে হাদীসের নির্দেশনা অনুযায়ী দুআ ও যিকির পাঠ করবেন।