As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 542

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 Jul 2007

প্রশ্ন

আস্ সালামু আলাইকুম,
আমার একটি প্রশ্ন আছে দয়াকরে উত্তর দিবেন। প্রশ্ন: নফল নামাজ পড়ে আল্লাহ্র কাছে সাহায্য চাওয়া ভাল, নাকি ইজতেমার মোনাজাতে অংশ নেওয়া ভাল। আর যদি এমন হয় যে আমার কোনো কাছের লোক আমাকে ডাকলো তাকে কোনো কাজে সহযোগিতা করার জন্য। তখন আমার জন্য কোনটা করা ঠিক হবে,
১। ইজতেমার মোনাজাতে যাওয়া
২। খুব কাছের লোকটার সাথে যেয়ে তাকে সহযোগিতা করা

উত্তর

ওয়া আলাইকুমুস সালম। কুরআনে আল্লাহ তাআলা নামায এবং সবরের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। সুতরাং নামাযের মাধ্যমে সাহায্য চাওয়াই আপনার জন্য উত্তম। মুনজাতে অংশগ্রহনের জন্য কোথাও যাওয়া সাহাবী, তাবেয়ীদের থেকে পাওয়া যায় না। আপনি ইজতেমায় ওয়াজ-নসীহত শুনতে যেতে পারেন। মানুষের প্রয়োজনে তাকে সাহায্য করা অবশ্যই কোথাও মুনাজাতে অংশ নেয়ার চেয়ে উত্তম। মুনজাতে অংশ নেয়া কোন ধরণের সওয়াবের কাজ এমন কথাও ঠিক নয়। তবে সাধারণভাবে দুআ করা কুরআন নির্দেশিত নেক আমল।