As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 543

হাদীস

প্রকাশকাল: 26 Jul 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম । শায়েখ! আপনার নামে এক দ্বীনি ভাই অনেক অভিযোগ করল। তার মধ্যে মুয়াম্মাল ইবনু ইসমাঈল নামক একজন সিক্বাহ রাবীকে ইমাম বুখারীর বরাতে মুনকারুল হাদীস বানিয়েছেন। ইমাম আবু হানিফা (রহঃ) এর মতন একজন যঈফুল হাদীসকে অগণিত যঈফ সনদে তাদীল প্রকাশ করেছেন। এগুলো কেন হলো? জবাব দানে আপনার মর্জি হয়।

উত্তর

ইমাম আবু হানীফা যঈফুল হাদীস এটা সর্ম্পর্ণ ভুল, অইলমী কথা। বিশেষ এক শ্রেনীর লোক আবু হানীফার নামে না জেনে কথা বলেন। আলফিকহুল আকবারের ভুীমকা পড়ুন, আবু হানীফা সম্পর্কে জানতে পারবেন। কোন কিতাবের কোথায় মুয়াম্মাল ইবনু ইসমাইল কে সিকাহ বানিয়েছেন তা লিখে প্রশ্ন করুন। শুধু এতটুকু লেখায় যথেষ্ট নয়্।