আস-সালামু আলাইকুম, আমি হাসান মাসুদ। আমার প্রশ্ন হচ্ছে যদি কারও ইনকাম হারাম হয় তাহলে তার ছেলেকে টিউশনি পড়িয়ে সম্মানী/পারিশ্রমিক স্বরুপ ইনকাম করা টাকা আমার জন্য হালাল হবে কি? অনেকে বলে যে হালাল হবে না, কিন্ত সুদকোরের কাছে কোন জিনিস বিক্রি করে উপার্জিত টাকা বা তার বাড়িতে কাজ করে উপার্জিত টাকা ও হারাম হবে? টিউশনি আর এইটা তো একই রকম বিষয় মনে হচ্ছে৷