As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5362

হালাল হারাম

প্রকাশকাল: 4 Oct 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি হাসান মাসুদ। আমার প্রশ্ন হচ্ছে যদি কারও ইনকাম হারাম হয় তাহলে তার ছেলেকে টিউশনি পড়িয়ে সম্মানী/পারিশ্রমিক স্বরুপ ইনকাম করা টাকা আমার জন্য হালাল হবে কি? অনেকে বলে যে হালাল হবে না, কিন্ত সুদকোরের কাছে কোন জিনিস বিক্রি করে উপার্জিত টাকা বা তার বাড়িতে কাজ করে উপার্জিত টাকা ও হারাম হবে? টিউশনি আর এইটা তো একই রকম বিষয় মনে হচ্ছে৷

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পিতার ইনকাম হারাম হলেও তার ছেলেকে টিউশনি পড়িয়ে সম্মানী নেওয়া হারাম হবে না। আপনি যে কাজ করছেন সেটা যদি হালাল হয় তাহলে আপনার পারিশ্রমিকও হালাল বিস্তারিত জানতে দেখুনহবে।