As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5361

অর্থনৈতিক

প্রকাশকাল: 3 Oct 2020

প্রশ্ন

আমার বউ আমার কথা শুনে না। আমি সউদি থাকি, আমার অসুস্থ মাকে ফেলে সে তার বাবার বাড়ি চলে গেছে। এখন সে তার মায়ের সাথে যেখানে ইচ্ছা সেখানেই যাচ্ছে আমার কোন অনুমতি নেই না কিছু বলে ও না। আজ দুইমাস হল সে অনলাইনে তার ফ্রেন্ডের সাথে কথা বলে আমাকে ফোন দেইনা কথা বলে না। আমি কি এখন তাকে তালাক দিতে পারব কিনা?

উত্তর

বিয়ের পর স্বামী স্ত্রী দীর্ঘদিন বিচ্ছিন্ন অবস্থায় থাকলে এই ধরণের সমস্যা হওয়া স্বাভাবিক। আপনি তার পরিবারের সাথে যোগাযোগ করুন, দুই পরিবারের অভিভাবকরা মিলে পরামর্শ করুন। এরপর সিদ্ধান্ত নিন। একান্তই যদি সংসার করা অসম্ভব হয় তাহলে তালাক দিতে পারবেন।