As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5318

সালাত

প্রকাশকাল: 21 Aug 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, হুজুর আমার বয়স ২৩ বছর। আগে নিয়মিত নামাজ পরা হত না। মাসে ১/২ দিন এমন নামাজ পরতাম। আল্লাহর অশেষ রহমতে এখন ৫ ওয়াক্ত নামাজ পরা চেষ্টা করছি ৪-৫ মাস ধরে। কিন্তু এখন মনে এই ভয় ঢুকেছে আগে এতদিন নামাজ পরিনি ঐ সব নামাজের হিসেব ত আল্লাহ তায়ালা নিবেন। তাই উমরী কাযা নামাজ পরব নিয়ম করেছি। কিন্তু তা বিশাল হওয়ায় কিভাবে শুরু করব আর কতদিনে শেষ করব বুঝতেছি না। আমি কি সুন্নাত না পরে ফরযের পর উমরী কাযা পরে নিব? নাকি সহজ কোন উপায় আছে। যদি বলে দিতেন। আমি ভার্সিটির স্টুডেন্ট হওয়ায় পড়ালেখা বিষয়ক কাজে সময় বেশি দিতে হয়। জাযাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তায়ালা আপনাকে ইবাদতের উপর অটল রাখুন। ছেড়ে দেওয়া নামাযগুলো পড়তে হবে, পড়ার কোন সহজ উপায় বের করতে হবে, না পড়ার কোন সুযোগ নেই। আপনি প্রতি ওয়াক্তের নামাযের সময় পূর্বের ঐ ওয়াক্তের ১ দিনের ফরজ নামায কাজা আদায় করবেন। এভাবে যখন আপনার ধারণা প্রবল হবে যে, পূর্বের সকল ছেড়ে দেওয়া নামায আদায় করে ফেলেছন তখন আর পূর্বের নামায পড়বেন না।