As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5319

হালাল হারাম

প্রকাশকাল: 22 Aug 2020

প্রশ্ন

কেউ যদি সাধারণত সব ওয়াক্ত মসজিদে জামাতের সাথে নামায আদায় করে কিন্তু কয়েক বছর এর জন্য কোচিং এর কারণে শুধুমাত্র যুহর এর নামায জামাতে আদায় করতে না পারে তাহলে কি কোন সমস্যা আছে?

উত্তর

চেষ্টা করবে কোচিং থেকে একটু সময় বের করে জামাতে নামায আদায় করার জন্য।জামাতে আদায় না করলে নামায আদায় হয়ে যাবে, তবে জামাতের সওয়াব থেকে বঞ্চিত হবে।