দুশ্চিন্তার কোন কারণ নেই। আপনার আজান দেওয়ার সুন্নাত আদায় হয়ে গেছে। হাদীস শরীফে এসেছেঃ حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي عَاصِمُ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ উবাইদুল্লাহ ইবনু আবূ রাফি (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ফাতিমাহ (রাঃ) যখন আলী (রাঃ)-এর পুত্র হাসান (রাঃ)-কে প্রসব করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে সালাতের আযান ন্যায় আযান দিয়েছিলেন। তিরমিযী ১৫১৪, আবূ দাঊদ ৫১০৫।হাদীসটিকে ইমাম তিরমিযে হাসান সহীহ বলেছেন। সুতরাং তবে ডান বা বাঁ কান নির্দিষ্ট নয়, কোলে নিয়ে আস্তে আস্তে আজান বলতে হবে আর বাচ্চা শুনবে। এখানে কান কোনো লক্ষ্য নয়, শোনানোটা মূল। ডান বা বাঁ কান নির্দিষ্ট করে বর্ণিত হাদীসগুলোতে দূর্বলতা আছে।