আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5282

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 জুলাই 2020

প্রশ্ন

সম্প্রতি আমার পরিবারে বাচ্চা সন্তান জন্মগ্রহণ করেছে তো তার কানে আযান এবং ইকামতের ব্যবস্থা করি আমি নিজেই, এক্ষেত্রে আমি বুঝতে না পেরে আমার ডান দিক থেকে অর্থাৎ বাচ্চার বাম কানে আযান দিয়েছি এবং আমার বাম দিক অর্থাৎ বাচ্চার ডান কানে ইকামত দিয়েছি এক্ষেত্রে আমার আযান এবং ইকামত কি অশুদ্ধ হয়েছে?
অশুদ্ধ হয়ে থাকলে আমার করণীয় কি?
আমি এই বিষয় নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগছি দয়াকরে আমার প্রশ্নের জবাব দিবেন হুজুর ।

উত্তর

দুশ্চিন্তার কোন কারণ নেই। আপনার আজান দেওয়ার সুন্নাত আদায় হয়ে গেছে। হাদীস শরীফে এসেছেঃ حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي عَاصِمُ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ উবাইদুল্লাহ ইবনু আবূ রাফি (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ফাতিমাহ (রাঃ) যখন আলী (রাঃ)-এর পুত্র হাসান (রাঃ)-কে প্রসব করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে সালাতের আযান ন্যায় আযান দিয়েছিলেন। তিরমিযী ১৫১৪, আবূ দাঊদ ৫১০৫।হাদীসটিকে ইমাম তিরমিযে হাসান সহীহ বলেছেন। সুতরাং তবে ডান বা বাঁ কান নির্দিষ্ট নয়, কোলে নিয়ে আস্তে আস্তে আজান বলতে হবে আর বাচ্চা শুনবে। এখানে কান কোনো লক্ষ্য নয়, শোনানোটা মূল। ডান বা বাঁ কান নির্দিষ্ট করে বর্ণিত হাদীসগুলোতে দূর্বলতা আছে।