As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5257

জুমআ

প্রকাশকাল: 21 Jun 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, কোনো মসজিদ পুনর্নির্মাণ করার জন্য যদি মসজিদটি পশ্চিম দিকে এতদূর পর্যন্ত সরিয়ে দেওয়া হয় যে, পুরাতন মসজিদের মেহরাব নবনির্মিত মসজিদের বাইরে থেকে যায়, তাহলে যায়েজ হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, জায়েজ হবে। তবে পুরোনো মসজিদের জায়গাটা পরিস্কার-পরিচ্ছন রাখবেন, পবিত্র রাখবেন। সেই জায়গাটাও মসজিদ হিসেবে গণ্য, পবিত্রতা রক্ষা করবেন। প্রয়োজনে দেয়াল দিয়ে ঘিরে রাখবেন, যাতে যে কোন ধরণের অবিত্রতা থেকে জায়গাটি রক্ষা পায়।