আস-সালামু আলাইকুম, কোনো মসজিদ পুনর্নির্মাণ করার জন্য যদি মসজিদটি পশ্চিম দিকে এতদূর পর্যন্ত সরিয়ে দেওয়া হয় যে, পুরাতন মসজিদের মেহরাব নবনির্মিত মসজিদের বাইরে থেকে যায়, তাহলে যায়েজ হবে কিনা?
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5257
জুমআ
প্রকাশকাল: 21 জুন 2020
আস-সালামু আলাইকুম, কোনো মসজিদ পুনর্নির্মাণ করার জন্য যদি মসজিদটি পশ্চিম দিকে এতদূর পর্যন্ত সরিয়ে দেওয়া হয় যে, পুরাতন মসজিদের মেহরাব নবনির্মিত মসজিদের বাইরে থেকে যায়, তাহলে যায়েজ হবে কিনা?