বিষয়টি নিয়ে আলেমদের মাঝে মাঝে মতভেদ আছে। তবে অধিকাংশ সাহাবীর মত ও প্রসিদ্ধ মত হলো দেখেন নি। একজন সাহাবী থেকে দেখেছেন মর্মে বর্ণিত আছে। তবে হাদীসটির সনদ নিয়ে মুহাদ্দিসগণ আপত্তি করেছেন। হযরত আয়েশা রা. বলেন, مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم رَأَى رَبَّهُ فَقَدْ كَذَبَ وَهْوَ يَقُولُ {لاَ تُدْرِكُهُ الأَبْصَارُ}
অর্থ: যে বলবে যে, মুহাম্মাদ সা. তার রবকে দেখেছে সে মিথ্যা বলবে। কেননা আল্লাহ তায়ালা বলেছেন, চোখসমূহ তাকে দেখতে পাবে না। সহীহ বুখারী, হাদীস নং ৭৩৮০। আল্লাহ ভাল জানেন।