As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 522

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 Jul 2007

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। বিয়ের পর মা বাবা চায় ছেলের বউ তাদের কাছেই থাকুক, তাদের একমাত্র উদ্দেশ হল এতে করে তাদের কাজের চাপ কমবে, আবার ছেলে চায় আমি বিয়ে করছি স্ত্রীর সাথে একটু সুন্দর এবং হালাল সম্পর্ক স্থাপন করার জন্য। আর এই জন্য বউ কে তার কর্মস্থলের বাসায় নিয়ে যেতে চায়। ছেলের পক্ষে প্রতি সপ্তায় বা ১৫ দিনে বাড়ীতে আসা সম্ভবপর নয়। আসলে ও দেড় মাস বা ২ মাস পর আসতে হয়। আমার বেক্তিগত উপলব্ধি হল স্বামী-স্ত্রী আলাদা আলাদা থাকলে আন্তরিকতা বাড়ে না বরং সেটা অনেক কমতে থাকে। এখন বাবা মার অমত বা হালকা রাগ থাকলে ও কি ছেলে তার স্ত্রীকে তার কর্মস্থলের বাসায় নিয়ে যেতে পারবে কি না হজরতের কাছে পরামর্শ আশা করছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। স্বামীর কাছে থাকা স্ত্রীর অধিকার। সুতরাং উপুরুক্ত ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে আপনার কাছে নিয়ে যেতে পারবেন। এতে মা-বাবার রাগ করা অন্যায়। আপনার পিতা-মাতাকে বিষয়টি বুঝান। এক্ষেত্রে পিতা-মাতার সাথে যেন খারাপ আচরণ না হয়ে যায় সেটাও খোয়াল রাখতে হবে।