As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 521

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 Jul 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমাদের সমাজে দেখা যায়, বিয়ের আগে বাবা মা ভাই বোন দাদা দাদি প্রায় সবাই একসাথে বা এক বাসা/বাড়িতে থাকেন। ছেলেরা বিয়ের পর বাবা মা সহ বউ নিয়ে একসাথে থাকতে চায়, কিন্তু বউ হয়তো চায়না বা স্বচ্ছন্দ বোধ করেনা, আবার বাবা মা প্রায় দেখা যায় ছেলে বউ এর সাথেই থাকতে চায়, অনেক সময় ছেলেরাও দেখা যায় রোমান্স এর কথা চিন্তা করে বউকে নিয়ে একা আলাদা বাসা নিয়ে থাকার চিন্তা করে। এসব ক্ষেত্রে সুন্নাহর দৃষ্টিভংগি কি? সাহাবী রাদিয়াল্লাহু তাবেঈ তাবেতাবেঈ রাহিমাহুল্লাহু আযমাঈনগণের সুন্নত কি? শায়েখের কাছে বিষয়গুলো বিস্তারিত জানতে সবিনয় অনুরোধ করছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এক্ষেত্রে পৃথক সংসার হওয়াটাকেই ইসলাম সমর্থন করে। ইচ্ছার বইরে এভাবে একসাথে থাকা অশান্তির অন্যতম কারণ। এই বিষয়ে শায়খ আশরাফ আলী থানভী রহ. বলেন, এই জামানায় একান্নভুক্ত থাকার কারণেই পরিবারে অশান্তি সৃষ্টি হয়। কাজেই শুরুতেই ফ্যাসাদ লাগার আগেই পুত্র ও বধূকে পৃথক করে দেয়া সমীচীন। অন্যথায় যখন ফ্যাসাদ লাগবে তখন পৃথকও করে দিতে হবে আবার সু-সম্পকও নষ্ট হয়ে গেল। তুহফাতু জাওযাইন। ফিকহুন নিসা, পৃষ্ঠা, ৪৬০। ছেলের উচিত হলো কোনভাবে তার পিতা-মাতাকে বিষয়টি বুঝানো। এক্ষেত্রে পিতা-মাতার সাথের যেন খারাপ আচরণ না হয়ে যায় সেটাও খোয়াল রাখতে হবে।