As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5134

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 19 Feb 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম ১.লাল কাপড় ব্যবহার
২.লালের সাথে অন্য কালার থাকা বা অন্য কালারের কাপড়ে লাল থাকা
৩ .হলুদ কাপড় ব্যবহার ৪.হলুদের সাথে অন্য কালার থাকা বা অন্য কালারের কাপড়ে হলুদ থাকা কোনটি হালাল এবং কোনটি হারাম বলবেন প্লিজ!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। লাল বাদে অন্য কোন রঙের কাপড় ব্যবহারে কোন সমস্যা নেই। লাল কাপড় ব্যবহার করতে হাদীসে রাসূলুল্লাহ সা. নিষেধ করেছেন। عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : نَهَى رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ عَنِ الْمُفْدَمِ. ইবনে উমার থেকে বর্নিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সা. আমাদেরকে লাল রঙের কাপড় পরতে নিষেধ করেছেন। সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৩৬০১। হাদীসটি সহীহ। এই কারণে অধিকাংশ ফকীহ শুধু লাল রঙের পোশাক পরা পুরুষের জন্য মাকরুহ বলেছেন।