As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5135

হালাল হারাম

প্রকাশকাল: 20 Feb 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি HSC তে একটি কলেজে পড়ি। আমি ক্লাস ১-থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পরীক্ষা দেওয়ার সময় অন্যের কাছ থেকে লেখতাম, নিজেও লেখতাম। অনেকে আবার আমার কাছ থেকে দেখে লেখতো । সবাই যে রকম সুযোগ ফেলে একজনের টা আরেককন দেখে লেখতো সেরকমই দেখে লেখা হয়েছে প্রায় সময়। সবাই পরীক্ষা হলে সুযোগ পেলে যা করে!! এমনকি PSC, JSC, SSC তে পরস্পর পরস্পর থেকে দেখে লেখছি কম বা বেশি, কখনো তার অজান্তেই তার খাতা দেখে দেখে লেখছি। আবার এই রেজাল্ট দিয়ে পরবর্তী শ্রেণীতে উঠছি। SSC তে নিজের যোগ্যতায় পরীক্ষা দিলে হয়তো এই কলেজে পড়তে পারতাম না। এখন আমি যেই সার্টিফিকেট পেয়েছি এবং বর্তমানে কলেজে পড়ছি এগুলো হালাল হয়েছে কিনা বা ভবিষ্যতে কোন হালাল চাকরী করলে সেই চাকরীতে এই সার্টিফিকেট এর মাধ্যমে চাকরী করলে তা হালাল হবে কিনা? যদিও সার্টিফিকেট থাকলে চাকরী হবে এমনটাও না। এ নিয়ে চিন্তায় আছি? এখন আমার করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আগের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ভবিষ্যতে পরীক্ষার খাতা কাউকে দেখাবেন না, কারো থেকে দেখবেন না।