As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5109

লেনদেন

প্রকাশকাল: 25 Jan 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার আব্বা একজন ডায়বেটিসের রোগী এবং তার বয়স ৫৯ বছর। করোনা ভাইরাসের শুরু থেকেই আমি আব্বার ইমামতিতে বাসাতেই প্রতি ওয়াক্তের নামাজ আদায় করে আসছি। উল্লেখ্য আমরা কেউই প্রয়োজন ছাড়া বাইরে যাইনা। এমতাবস্থায় আমি কি এভাবেই দুইজন মিলে নামাজ আদায় করা চালিয়ে যাব নাকি অন্তত আমার মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা উচিত? একই সাথে এমতাবস্থায় আমাদের জুমআর নামাজের জন্য কি বিধান হবে?
জাজাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিনা প্রয়োজনে এভাবে বাসায় নামায পড়া অনুচিত। আপনারা মসজদে গিয়ে সকল ফরজ নামায আদায় করবেন। আর জুমুআর নামাযের জন্য অবশ্যই মসজিদে যেতে হবে, বাড়িতে এভাবে জুমুআর নামায আদৌ হবে না।