As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5108

বিবিধ

প্রকাশকাল: 24 Jan 2020

প্রশ্ন

আমার বাবার ব্যবহারের (অফিসের কাজের জন্য নাকি পার্সোনাল ব্যবহার করার জন্য আমি সিউর না ) জন্য তার অফিস থেকে একটি ল্যাপটপ দেয় । উনি ল্যাপটপ ব্যবহার করতে পারেন না। অনলাইন ক্লাস করার মত প্রয়োজনীয় ডিভাইস না থাকার কারণে উনার ল্যাপটপ আমি ব্যবহার করি । আমি যদি এই ল্যাপটপ ব্যবহার করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ব্যবসা করি তাহলে কি এটা আমার জন্য জায়েজ হবে?

উত্তর

অফিসের ল্যাপটপ অফিসের কাজেই ব্যবহার করতে হবে। অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না। তবে অফিসের পক্ষ থেকে যদি আপনার বাবাকে সেটা উপহার হিসেবে দেওয়া হয়,যার মালিক হবেন আপনার বাবা, তাহলে আপনার ব্যবহারে সমস্যা নেই।