স্ত্রী তার বাপের বাড়ি যাবার পর আর শশুর বাড়ি আসেনা। এমন কি স্বামী বাড়িতে থাকেন তাও আসেনা। বার বার ফোন দিলেও আসতে চায় না। তার কথা হলো আগে সে নিজে চাকুরি করবে,নিজের পায়ে দাড়াবে এরপর সে শশুর বাড়ি আসার কথা ভেবে দেখতে পারে। উল্লেখ্য শশুর, শাশুড়ি বৃদ্ধ,আর একজন ননদ আছে শশুর বাড়িতে। স্ত্রীর কথা হলো তার সাথে দেখা স্বাক্ষাত করতে হলে তার বাপের বাড়ি যেতে হবে। এমন কি শারীরিক সম্পর্কের প্রয়োজন যদি স্বামী মনে করে তাহলে স্ত্রীর বাপের বাড়ি যেতে বলেছে। মূল কথা সে স্বামীর বাড়ি আসতে চায়। এভাবে কি স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে? ইসলাম এ এর সমাধান কি?