আমার এক বন্ধুর বোন অনেক চেষ্টার পরও একাডেমিক লেখাপড়া করে নি(ওর মেধা কম ছিলো আর জেদি স্বভাবের ছিলো)। ওর আব্বু মারা গেছে এখন আমার ওই বন্ধু সবসময় বাসায় এটি নিয়া ঝগড়া করে এবং তার বোনকে নানা রকম কথাবার্তার মাধ্যমে মানসিক নির্যাতন করে। তার চিন্তা মুল কারনঃ বোনের ভবিষ্যত ও বিয়ে শাদি নিয়ে। সে কখনো কখনো বলে যে বোনের ভরনপোষণ আর করবে না এসব কথাবার্তা শুনে তার বোনও অনেক ধৈর্যের পর এখন তার সাথে বেয়াদবি মুলক কথাবার্তা বলে। এটি নিয়ে আমার বন্ধু আরো চঠে যায়। উল্লেখ্য যে আমার বন্ধু অনেক ধার্মিক এবং আত্মিয়তার সম্পর্ক রক্ষার ব্যপারে খুবই সচেতন ছিলো। এখন আমরা জানি ইসলামের আত্মিয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব কতটুকু। এখন ওর বোনের সাথে খারাপ ব্যবহার করার মাধ্যমে কি সে আত্মিয়তার সম্পর্ক ছিন্ন করার গোনাহ করছে? আর আমার বন্ধুকে কিভাবে বুঝাতে পারি?