আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5072

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 ডিসে. 2019

প্রশ্ন

আমার এক বন্ধুর বোন অনেক চেষ্টার পরও একাডেমিক লেখাপড়া করে নি(ওর মেধা কম ছিলো আর জেদি স্বভাবের ছিলো)। ওর আব্বু মারা গেছে এখন আমার ওই বন্ধু সবসময় বাসায় এটি নিয়া ঝগড়া করে এবং তার বোনকে নানা রকম কথাবার্তার মাধ্যমে মানসিক নির্যাতন করে। তার চিন্তা মুল কারনঃ বোনের ভবিষ্যত ও বিয়ে শাদি নিয়ে। সে কখনো কখনো বলে যে বোনের ভরনপোষণ আর করবে না এসব কথাবার্তা শুনে তার বোনও অনেক ধৈর্যের পর এখন তার সাথে বেয়াদবি মুলক কথাবার্তা বলে। এটি নিয়ে আমার বন্ধু আরো চঠে যায়। উল্লেখ্য যে আমার বন্ধু অনেক ধার্মিক এবং আত্মিয়তার সম্পর্ক রক্ষার ব্যপারে খুবই সচেতন ছিলো। এখন আমরা জানি ইসলামের আত্মিয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব কতটুকু। এখন ওর বোনের সাথে খারাপ ব্যবহার করার মাধ্যমে কি সে আত্মিয়তার সম্পর্ক ছিন্ন করার গোনাহ করছে? আর আমার বন্ধুকে কিভাবে বুঝাতে পারি?

উত্তর

বোনের ভালো ভবিষ্যত তৈরী করে দেওয়া, ভালো জায়গাতে বিবাহ দেওয়া আপনার ভাইয়ের এখন আবশ্যকীয় দায়িত্ব। কিন্ত বকাবকি করে তো কোন লাভ হবে না। সুতরাং আপনারা তাকে বলেন, যেভাবে কাজ করলে বোনের কল্যান হয, সেভাবে যেন করে। উত্তেজনা বাড়িয়ে কারো লাভ নেই।