আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। যে কোন নামাজে রুকু, সেজদার তাজবী তিনবার পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু বেশি পড়লে বেশি নেকি হবে কি? যদি বেশি নেকি হয় তাহলে জামাতে ঈমাম সাহেব তাড়াতাড়ি পড়ার কারণে আমরা তিন বারের বেশি পড়ার সুযোগ পাইনা, এমতাবস্থায় মুক্তাদিগন ঈমাম সাহেবকে বলতে পারবে কিনা তাড়াতাড়ি না করে মুক্তাদিদের কম করে হলেও যেন ৭ বার বলার সুযোগ দেওয়া হয়। ঈমাম সাহেব কে বলতে গেলে মুত্তাদিগনের বেয়াদবি বলে গন্য হবে কিন।