আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5062

নামায

প্রকাশকাল: 9 ডিসে. 2019

প্রশ্ন

আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। যে কোন নামাজে রুকু, সেজদার তাজবী তিনবার পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু বেশি পড়লে বেশি নেকি হবে কি? যদি বেশি নেকি হয় তাহলে জামাতে ঈমাম সাহেব তাড়াতাড়ি পড়ার কারণে আমরা তিন বারের বেশি পড়ার সুযোগ পাইনা, এমতাবস্থায় মুক্তাদিগন ঈমাম সাহেবকে বলতে পারবে কিনা তাড়াতাড়ি না করে মুক্তাদিদের কম করে হলেও যেন ৭ বার বলার সুযোগ দেওয়া হয়। ঈমাম সাহেব কে বলতে গেলে মুত্তাদিগনের বেয়াদবি বলে গন্য হবে কিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রুকু সাজদার তাসবীহ অন্তত তিনবার বলা সুন্নাত। রাসূলুল্লাহ সা. তিনবার পড়তেন বলে সহীহ হাদীসে উল্লেখ আছে।সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৮৮৮।তবে নামায আদায় হওয়ার জন্য শর্ত নয়। তাসবীহ না পড়লেও নামায আদায় হয়ে যাবে। তিন বারের বেশীও পড়া যায়। সুন্নাত নামাযে আপনি যত ইচ্ছা ততো পড়বেন। তবে ইমাম সাহেবকে ফরজ নামাযে বেশী পড়তে বলা যাবে না। মসজিদে অনেক ধরণের লোক আসে, সবার দিকে লক্ষ্য রেখে ইমাম সাহেব কয় বার পড়বেন, তিনিই নির্ধারণ করবেন। ইমাম তিরমিযী বলেন, روي عن عبد الله بن المبارك أنه قال أستحب للإمام أن يسبح خمس تسبيحات لكي يدرك من خلفه ثلاث تسبيحات আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, ইমাম সাহেবের জন্য মুস্তাহাব হলো পাঁচ বার তাসবীহ পড়া, যাতে পিছনের লোকেরা তিনবার পড়তে পারে।সুনানু তিরমিযী, হাদীস নং ২৬১