আসসালামু আলাইকুম, আমি যদি সালাতের কোন রাকাতে রুকু করতে ভুলে যাই তখন কি সালাত ছেড়ে দিয়ে নতুন করে শুরু করব নাকি এক রাকাত বেশি পড়বো?
যেমন দুই রাকাত বিশিষ্ট কোন সালাতে যদি আমি দ্বিতীয় রাকাতে রুকু করতে ভুলে যাই তখন কি আমি দ্বিতীয় রাকাতে বৈঠক না করে সোজা দাড়িয়ে গিয়ে তৃতীয় রাকাত পড়ে সালাত শেষ করব নাকি সব ছেড়ে দিয়ে নতুন করে শুরু করব?