As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4910

হজ্জ

প্রকাশকাল: 10 Jul 2019

প্রশ্ন

আমার বাবা, মা তিন বছর আগে হজ করেছেন। কিছু দিন আগে ব্যাগ পরিষ্কার করতে যেয়ে, হজের সময় শয়তানকে পাথর মারার জন্য যে পাথর সংগ্রহ করা হয় তার একটি পাথর পান। এখন এই পাথরটা কি করবে? এতে তাদের গুনাহ হলো কি? জানালে উপকৃত হবো।

উত্তর

না, এতে তাদের কোন গুনাহ হবে না। পাথরটা বাইরে ফেলে দিবেন।