মেয়ের শশুরবাড়িতে দুইদিন পরপর আম-কাঠাল, শীতের পিটা, ইফতারির বিষয়ে বিধান কি? আমি মনে করি এসবের ফলে একজনের দেখাদেখি অন্যান্য ঘরে শশুরবাড়ির এসব পাওয়ার জন্য চাহিদা তৈরী হচ্ছে।
উত্তর
এগুলোর প্রচলন করা, দেওয়া আবশ্যক মনে করা, পাওয়ার জন্য অপেক্ষায় থাকা, না দিলে বা না পেলে মন খারাপ করা এগুলো বড় ধরণের গুনাহ ও পাপের কাজ। কোন রকম চাপ অনুভাব করা ছাড়া, কারো উপর চাপ সৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা ছাড়া কেউ যদি নিজের শ্বশুর বাড়িতে কোন উপহার পাঠায় তাহলে সমস্যা নেই।