আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4887

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 17 জুন 2019

প্রশ্ন

মেয়ের শশুরবাড়িতে দুইদিন পরপর আম-কাঠাল, শীতের পিটা, ইফতারির বিষয়ে বিধান কি? আমি মনে করি এসবের ফলে একজনের দেখাদেখি অন্যান্য ঘরে শশুরবাড়ির এসব পাওয়ার জন্য চাহিদা তৈরী হচ্ছে।

উত্তর

এগুলোর প্রচলন করা, দেওয়া আবশ্যক মনে করা, পাওয়ার জন্য অপেক্ষায় থাকা, না দিলে বা না পেলে মন খারাপ করা এগুলো বড় ধরণের গুনাহ ও পাপের কাজ। কোন রকম চাপ অনুভাব করা ছাড়া, কারো উপর চাপ সৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা ছাড়া কেউ যদি নিজের শ্বশুর বাড়িতে কোন উপহার পাঠায় তাহলে সমস্যা নেই।