বিদেশে আমরা যেসব বাসাবাড়িতে থাকি তা বেশিরভাগ সময় কার্পেটিং করা থাকে। ঘরে ছোট ছোট বাচ্চা থাকলে ডাইপার পরানোর পরেও কমবেশ কার্পেটে পেশাব করে দেয়। এখন প্রশ্ন হল,
১. এই কার্পেটগুলো পাক করব কিভাবে?
২. কার্পেটে পেশাব শুকিয়ে যাওয়ার পর সেখানে ভেজা পায়ে হাঁটলে কি পা নাপাক হয়ে যাবে?
৩. পেশাবের শুকনো কার্পেটের উপর নামাজের বিছানা বিছিয়ে নামাজ আদায় করলে কি নামাজ হবে?
৪. পেশাবের গন্ধ থাকলে কি রহমতের ফেরেশতারা ঘরে আসতে অসুবিধা হবে?