আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4853

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 14 মে 2019

প্রশ্ন

বিদেশে আমরা যেসব বাসাবাড়িতে থাকি তা বেশিরভাগ সময় কার্পেটিং করা থাকে। ঘরে ছোট ছোট বাচ্চা থাকলে ডাইপার পরানোর পরেও কমবেশ কার্পেটে পেশাব করে দেয়। এখন প্রশ্ন হল,
১. এই কার্পেটগুলো পাক করব কিভাবে?
২. কার্পেটে পেশাব শুকিয়ে যাওয়ার পর সেখানে ভেজা পায়ে হাঁটলে কি পা নাপাক হয়ে যাবে?
৩. পেশাবের শুকনো কার্পেটের উপর নামাজের বিছানা বিছিয়ে নামাজ আদায় করলে কি নামাজ হবে?
৪. পেশাবের গন্ধ থাকলে কি রহমতের ফেরেশতারা ঘরে আসতে অসুবিধা হবে?

উত্তর

১. কার্পেটের উপর পানি ঢেলে নিংড়াতে দিবেন। নিংড়ানোর পর আবার পানি ঢেলে নিংড়াতে দিবেন। এভাবে তিনবার পানি ঢেলে নিংড়ালে কার্পেট পাক হয়ে যাবে। ২। জ্বী, পেশাব শুকিয়ে যাওয়ার পর সেখানে ভেজা পায়ে হাঁটলে পা নাপাক হয়ে যাবে। ৩। জ্বী, পেশাবের গন্ধ থাকলে রহমতের ফেরেশতারা ঘরে আসতে অসুবিধা হবে। কারণ রাসূলুল্লাহ সা. বলেছেন, فَإِنَّ الْمَلاَئِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ মানুষ যে সব কারণে কষ্ট পায় ফেরেশতারাও সে সব কারণে কষ্ট পায়। সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৪।