As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4746

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 Jan 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, কোন কিছু কেনার ক্ষেত্রে বিশেষ করে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে ই এম আই করে কেনা হয়, ১০০০০/- (দশ হাজার) টাকার মোবাইল ৬ মাসের কিস্তি বা ই এম আই করে ১২০০০/- (বার হাজার) টাকা পরিশোধ করা হয়, এ ই এম আই করে কেনাকাটা কি সুদের অর্ন্তভুক্ত হবে কিনা। ৬ মাসের কিস্তি বা ই এম আই করে যে ২০০০/-(দুই হাজার) টাকা অতিরিক্ত নেয়া হয় তা কি সুদের অর্ন্তভুক্ত হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এটা সুদের অন্তর্ভূক্ত নয়। টাকা দেরীতে দিলে একটু বেশী দিতে হবে এমন চুক্তিতে বিক্রি বৈধ।