As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4745

শিরক-বিদআত

প্রকাশকাল: 26 Jan 2019

প্রশ্ন

মাযারে দান করলে কি শিরক হবে?মাযার যিয়ারত করা যাবে কি।

উত্তর

মাজারে দান করবেন কেন? মরা মানুষের কি টাকা পয়সার প্রয়োজন হয়? যদি মরা মানুষ দানের বিনিময়ে আপনার কোন উপকার করবে এমন বিশ্বাস নিয়ে দান করে থাকেন তাহলে শিরক হবে। কোন বিশ্বাস ছাড়া দান করলেও আপনার টাকা শিরকের কাজে ব্যবহার হবে, সুতরাং মাজারে টাকা দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকা আবশ্যক। মাযার তথা কবর যিয়ারত করা যাবে। তবে শুধু মাজার যিয়ারতের উদ্দেশ্যে দূরে কোথাও সফরে যাবেন না।