As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4713

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 25 Dec 2018

প্রশ্ন

আসসালামু অআলায়কুম কবর যিয়ারত করার সহিহ্ পদ্ধতি জানতে চাই?

উত্তর

কবর যিয়ারত করার সহিহ্ পদ্ধতি হলো কবরের কাছে গিয়ে সালাম দিতে হবে এবং দুআ করতে হবে। হাদীসে বিভিন্ন শব্দে বিভিন্ন দুআ এসেছে। একটি হাদীসে এভাবে সালাম দিতে এবং দুআ করতে বলা হয়েছে। السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلاَحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ. সহীহ মুসলিম, হাদীস নং ২৩০২।